বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের কর্মসূচি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন একযোগে দেশের ৬৪টি জেলায় বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি হলে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে ফেডারেশনের সভাপতি মো. হেদায়েত হোসেন জানান, সরকারি প্রতিষ্ঠানে চাকুরিরত এবং অবসরপ্রাপ্ত ব্যক্তিদের সন্তানদের জন্য আয়োজিত এই প্রতিযোগিতার মধ্যে থাকবে নবম ও দশম শ্রেণির জন্য কুইজ, উচ্চমাধ্যমিকের জন্য রচনা, বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রবন্ধ লেখা। এছাড়া ফটোগ্রাফি প্রতিযোগিতা সকলের জন্য উন্মুক্ত থাকবে।

আগামী ৮ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজয়ীকে পুরস্কৃত করাসহ চলচ্চিত্র প্রদর্শনী, গীতিনাট্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে বলে ফেডারেশন থেকে জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. লুৎফর রহমান খান, সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, কার্যকরী সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান ভূঞাসহ আরও অনেকে।