জুমার খুতবায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কথা বলার আহ্বান

শুক্রবার জুমার খুতবায় দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার বিষয়ে কথা বলতে ইমাম ও খতিবদের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ। বৃহস্পতিবার (২১ অক্টোবর) এক বিবৃতিতে সংগঠনের সভাপতি নুরুল হুদা ফয়েজী এ আহবান জানান।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি কুমিল্লায় পবিত্র কুরআন অবমাননাকে কেন্দ্র করে দেশের কয়েকটি জেলায় হিন্দু সম্প্রদায়ের মন্দির, পূজামণ্ডপ এবং ঘরবাড়িতে যারা আক্রমণ করেছে তারা কিছুতেই ইসলাম ধর্মের সঠিক চেতনা লালন করে না। এসব কর্মকাণ্ড ইসলাম কিছুতেই সমর্থন করে না। দেশের সম্মানিত খতিব ও ইমামগণের উচিত মুসল্লি এবং সাধারণ মুসলমান যুবকদের কাছে ইসলামের সম্প্রীতি, সৌহার্দ ও সৌন্দর্য সঠিকভাবে তুলে ধরা। মুসলিম যুবকরা যাতে সহিংস না হয়ে ওঠে, এজন্য সবাইকে ধৈর্য ও ধরার শিক্ষা দেওয়া ইমাম খতিব এবং ধর্মীয় নেতাদের দায়িত্ব।