‘সাংবিধানিক অধিকার নিয়ে বাঁচতে চাই’ (ফটো স্টোরি)

হেমন্তের প্রথম সপ্তাহ পেরিয়ে গেছে। প্রকৃতিতেও পড়েছে তার ছাপ। শীত শীত আবহে ভোরের আলো ফুটছে কেবল। রাজধানীর শাহবাগে জড়ো হচ্ছেন জনা কয়েকজন। হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে উপস্থিতি। না, কোনও উৎসব নয়, নিজেদের ধর্মীয় আচার উদযাপনের সময় হামলার প্রতিবাদে করতে অবস্থান নিয়েছেন তারা। তাদের মধ্যেই নাম না জানা এক যুবকের হাতে প্ল্যাকার্ড চোখে পড়লো, তাতে লেখা- ‘সাংবিধানিক অধিকার নিয়ে বাঁচতে চাই’।

বাংলাদেশের সংবিধান স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকার দিয়েছে, তবে একটি কুচক্রীমহল গুজব ছড়িয়ে সম্প্রতি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে। এসব ‘সাম্প্রদায়িক হামলা’র প্রতিবাদে শনিবার (২৩ অক্টোবর) সকাল থেকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে গণঅবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ। অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নিয়েছে আরও বেশ কিছু ধর্মীয় সংগঠন। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই অবস্থান কর্মসূচি দুপুর ১২টা পর্যন্ত চলবে এবং এরপর সংগঠনটি একটি বিক্ষোভ মিছিল বের করার মাধ্যমে অবস্থান কর্মসূচি শেষ হবে।

গণঅবস্থান কর্মসূচি থেকে তোলা ছবি-

শাহবাগে গণঅবস্থান (13)

শাহবাগে গণঅবস্থান (8)

শাহবাগে গণঅবস্থান (12)

শাহবাগে গণঅবস্থান (1)

)

শাহবাগে গণঅবস্থান (5)

শাহবাগে গণঅবস্থান (14)

শাহবাগে গণঅবস্থান (7)

শাহবাগে গণঅবস্থান (10)

শাহবাগ