‘একাত্তরের মতো আগামী দিনেও সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করবো’

একাত্তরের মতো আগামী দিনেও সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। বুধবার (২৭ অক্টোবর) দুপুর ১২টায় রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) আয়োজিত ‘সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সম্প্রীতি’ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

আহমদ হোসেন বলেন, ‘মুক্তিযুদ্ধের বাংলাদেশে যারা পাকিস্তানি ভাবনা আনতে চাচ্ছে, তাদের সেদিন আসবে না। তাদের আমরা একাত্তরে যেমন পরাজিত করেছি, আগামী দিনেও পরাজিত করবো। প্রয়োজনে আমরা শহীদ হবো, তবুও সাম্প্রদায়িক শক্তিকে বাংলাদেশে থাকতে দেবো না। আমরা অসাম্প্রদায়িক চেতনা নিয়ে এগিয়ে যাবো।’

বিএনপি-জামায়াতকে বাংলাদেশের অপশক্তি উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘গতকাল বিএনপি শান্তির নামে অশান্তি সৃষ্টি করেছে। যারা বঙ্গবন্ধুর খুনি, বঙ্গবন্ধুকে হত্যার পর আইন করেছে—বঙ্গবন্ধু হত্যার বিচার করা যাবে না। স্বাধীনতাবিরোধী ও যুদ্ধাপরাধীদের বিচার করে প্রধানমন্ত্রী দেখিয়ে দিয়েছেন,  সাম্প্রদায়িক অপশক্তি, জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে তিনিই একমাত্র সক্ষম সাহসী নেতা।’

সমাবেশে সংসদ সদস্য অধ্যাপক হাবিবে মিল্লাত মুন্না বলেন, ‘সারাদেশ যখন শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ের পথে এগিয়ে যাচ্ছে। ঠিক তখনই একটি অসাধু চক্র বিশেষ করে বিএনপি-জামায়াত ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। রাজপথে লড়াইয়ে ক্ষমতায় আসতে না পেরে পেছনের দরজা দিয়ে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসার চেষ্টা করছে। বিএনপির সময়ে যে হামলা, খুন, ধর্ষণ হয়েছে তার বিরুদ্ধে তখন কেউ আন্দোলনও করতে পারেনি। আজকে আবার সেগুলো করে সরকারকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। আমরা কখনোই তাদের সে সুযোগ দেবো না। সারাদেশের সব ধর্মের মানুষ মিলে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করবো।’

এ সময় ডা. আবদুর রউফ সরকারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন স্বাচিপের মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ, অধ্যাপক ডা. আবদুল আজিজ এমপি, স্বাচিপের সমাজকল্যাণ সম্পাদক ডা. মো. জাহাঙ্গীর আলম, বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শরফুদ্দিনসহ অনেকে।