পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগ দিয়েছেন আব্দুর রউফ

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগ দিয়েছেন আব্দুর রউফ। সোমবার (১৫ নভেম্বর) তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতিতে সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রিসহ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

আব্দুর রউফ বাংলাদেশ সিভিল সার্ভিসের (প্রশাসন) ১১তম ব্যাচের একজন কর্মকর্তা। তিনি সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), সিনিয়র সহকারী কমিশনার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, অতিরিক্ত সচিব আব্দুর রউফকে সচিব পদে পদোন্নতি দিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে ১১ নভেম্বর বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।