‘হাফ পাস’ বাস্তবায়নে শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

দেশের গণপরিবহনে হাফ পাস বা অর্ধেক ভাড়া নির্ধারণে সরকারকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে শিক্ষার্থীরা। এরমধ্যে তাদের দাবি বাস্তবায়ন না হলে বৃহস্পতিবার (২৫ নভেম্বর) থেকে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও জানিয়েছে তারা। এমন ঘোষণার পর আজকের মতো রাজধানীর সায়েন্স ল্যাব সড়ক ছেড়ে দিয়েছেন তারা।

মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে তিন-চারটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিরপুর সড়কের সায়েন্স ল্যাব এলাকায় সড়ক অবরোধ করে। তারা গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ পাস বা অর্ধেক ভাড়া নির্ধারণ, পরিবহনে নারী শিক্ষার্থীদের যৌন হয়রানি বন্ধসহ নিরাপদ সড়কের দাবিতে টানা দেড় সপ্তাহ ধরে আন্দোলন করছে। এরই ধারাবাহিকতায় আজকে সায়েন্স ল্যাবে সিটি কলেজ, আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করেন।

এর আগে একই দিন রাজধানীর বকশিবাজার এলাকায় শিক্ষার্থীরা দ্রুত সরকারের কাজে এই দাবি বাস্তবায়নে প্রজ্ঞাপন জারির অনুরোধ করেন।

ঢাকা কলেজের শিক্ষার্থী রাসেল বলেন, ‘আমাদের দাবি হাফ পাস ও নিরাপদ যাতায়াত। আমরা আজকে সড়ক ছেড়ে দিয়েছি, সরকার ও বাস মালিকদের ৪৮ ঘণ্টা সময় দিয়েছি, তারা বসে সিদ্ধান্ত নিয়ে এই সময়ের মধ্যে আমাদের দাবি বাস্তবায়ন করবে।’

প্রায় দেড়ঘণ্টা সাইন্স ল্যাব এলাকাটি শিক্ষার্থীদের দখলে ছিল। এ সময় এলিফ্যান্ট রোড, নীলক্ষেত, ধানমন্ডি, নিউমার্কেট এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

আন্দোলনে বাম সংগঠনের শিক্ষার্থীদেরও দেখা গেছে।