স্পেনকে ধন্যবাদ জানালো বাংলাদেশ

৬ জন বাংলাদেশিকে আফগানিস্তান থেকে স্পেন হয়ে বাংলাদেশে প্রত্যাবাসনে সহায়তার জন্য স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়েছে সরকার। স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার  ও প্রবাসী স্পেনীয়দের বিষয়ে দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক জুয়ান দুয়ার্তে কুয়াদ্রাদোর সঙ্গে মঙ্গলবার (২৩ নভেম্বর) এক বৈঠকে ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশের  রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্পেন প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলার সেবা সংক্রান্ত বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে রাষ্ট্রদূত তুলে ধরেন এ বৈঠকে।

বিশেষ করে, সাম্প্রতিককালে বাংলাদেশি বংশোদ্ভূত স্প্যানিশ পাসপোর্ট বা রেসিডেন্স কার্ডধারীদের দ্বারা তাদের ‘স্পাউস’কে  স্পেনে আনার বিষয়ে প্রতিবন্ধকতাগুলো উপস্থাপন করেন। বাংলাদেশিদের স্পেনের ভিসাপ্রাপ্তি পদ্ধতি সহজীকরণের জন্যও অনুরোধ করেন বাংলাদেশের রাষ্ট্রদূত।