অতিরিক্ত ভাড়া: ২৮ বাসকে এক লাখ টাকা জরিমানা

অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে রাজধানী ঢাকা ও চট্টগ্রাম মহানগরের ৯টি স্পটে বিআরটিএ’র ৭টি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ২৮টি বাসকে এক লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে।

শনিবার (২৭ নভেম্বর) দিনভর পরিচালিত অভিযানে এই অর্থ জরিমানা আদায় করা হয়। বিআরটিএ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বিআরটিএ পরিচালক (এনফোর্সমেন্ট) মো. সরওয়ার আলম বাংলা ট্রিবিউনকে জানান, অভিযানে ১৪৭টি ডিজেলচালিত ও দুটি সিএনজিচালিত বাস ও মিনিবাস পরিদর্শন করা হয়। এ সময় বাড়তি ভাড়া আদায়ের প্রমাণ পাওয়ায় ২৮টি ডিজেলচালিত বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। 

এসময় বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, পরিচালক (এনফোর্সমেন্ট) মো. সরওয়ার আলম ও উপ-পরিচালক (এনফোর্সমেন্ট) মো. হেমায়েত উদ্দিন ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা পরিদর্শন করেন। পাশাপাশি তারা যাত্রীদের সঙ্গে কথা বলে অভিযোগ শোনেন। অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। অভিযানকালে বাস ও মিনিবাস মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি দলের সদস্যরাও উপস্থিত ছিলেন।