সড়ক দুর্ঘটনায় বউ-শাশুড়ি নিহত

করোনার টিকা নিয়ে বাসায় ফেরার পথে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ গেলো বউ-শাশুড়ীর। শনিবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে এগারোটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় বিআরটিএ'র সামনে ঘটনাটি ঘটে।

নিহত মৌসুমি আক্তার (২৭) ও তার শাশুড়ী রুপবানু বেগম (৬০)। এ ঘটনায় আহত হয়েছে মৌসুমির একমাত্র সন্তান মোহনা (৭)।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ কেরানীগঞ্জ হাসাড়া হাইওয়ে পুলিশের টিআই আফজাল হোসেন।

নিহত রুপবানু'র ভাতিজা আব্দুর রহমান জানান, মিটফোর্ড হাসপাতালে করোনা ভ্যাকসিন নিয়ে সিএনজি অটোরিকশা করে হাসনাবাদ নেমে রাস্তা পার হওয়ার সময় পোস্তগোলাগামী একটি পিকআপ ভ্যানের ধাক্কায় ছিটকে পড়েন তারা। ঘটনাস্থলে প্রাণ হারান রুপবানু। স্থানীয়রা আহত ভাবী মৌসুমী আক্তার ও তার মেয়ে মোহনাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সংবাদ পেয়ে গুরুতর আহত মৌসুমীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত ভাতিজি মোহনাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মৌসুমি'র মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মৌসুমির মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

তিনি আরও বলেন, তাদের দুজনেরই ওমরা হজ করার কথা ছিল। তাই প্রথম ডোজের টিকা নিয়েছিলেন স্ত্রী ও শাশুড়ী। টিকা নেওয়ার পর বাসায় ফিরার পথে দুর্ঘটনার শিকার হয়েছেন তারা।

দক্ষিণ কেরানীগঞ্জ নর্দা গ্রামের মৃত খলিল মিয়ার স্ত্রী নিহত রুপবানু বেগম। তার ছেলে ও মৌসুমী'র স্বামী মোহনসহ  তিন ছেলে সৌদিপ্রবাসী।