‘জলবায়ু পরিবর্তন সংশ্লিষ্ট প্রকল্পগুলো সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে’

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নেওয়া প্রকল্পগুলো সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে বাস্তবায়ন করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, ‘সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় প্রকল্পগুলো বাস্তবায়ন করে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় সফল হবে সরকার।’

মঙ্গলবার (৩০ নভেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ‘২০২১-২২ অর্থবছরের এডিপিভুক্ত প্রকল্পগুলোর ওপর ২০২১ সালের অক্টোবর মাস পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা’ সভায় সভাপতির বক্তব্যে  তিনি এসব কথা বলেন।

প্রকল্প পরিচালকদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘গৃহীত প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়ন করলে দেশের সার্বিক পরিবেশের মানের  উন্নয়ন হবে।’ তিনি বলেন, ‘প্রকল্পের বাস্তবায়নকালে কাজের যথাযথ মান বজায় রাখতে হবে। যেকোনও সমস্যা পারস্পরিক আলোচনা করে সমাধান পূর্বক উন্নয়ন কাজ চালিয়ে নিয়ে যেতে হবে।’

এ সময় মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুর নাহার, সচিব মো. মোস্তফা কামাল, অতিরিক্ত সচিব (পরিবেশ) মো. মনিরুজ্জামান,  অতিরিক্ত সচিব (উন্নয়ন) সঞ্জয় কুমার ভৌমিক, অতিরিক্ত সচিব (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ) কেয়া খান, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক মো. আশরাফ উদ্দিন এবং বন অধিদফতরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী, প্রকল্প পরিচালক-সহ মন্ত্রণালয় ও অধীন দফতর বা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।