অক্টোবরে পুরস্কার পাওয়া সেরা তিন প্রতিবেদন

অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনে প্রকাশিত তথ্যসমৃদ্ধ ও বস্তুনিষ্ঠ প্রতিবেদনের জন্য চলতি বছরের অক্টোবর মাসের সেরা তিন প্রতিবেদকের নাম ঘোষণা করা হয়েছে। বিশেষ প্রতিবেদন, সর্বাধিক পঠিত এবং সারা দেশ শাখায় পুরস্কৃতদের নাম ঘোষণা করেন বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল। এ সময় ছিলেন বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ মাসুদ কামাল।

পুরস্কারপ্রাপ্তরা হলেন সিনিয়র রিপোর্টার এস এম আববাস ও চৌধুরী আকবর হোসেন এবং কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম। তাদের পৃথক তিনটি প্রতিবেদন পুরস্কারের জন্য বিবেচনা করেছে বাংলা ট্রিবিউন কর্তৃপক্ষ গঠিত জুরি বোর্ড। 

সেরা প্রতিবেদন শাখায় নির্বাচিত হয়েছে গত ৩১ অক্টোবর প্রকাশিত সিনিয়র রিপোর্টার চৌধুরী আকবর হোসেনের ‘টিকা নয়, টাকা দিলেও পাওয়া যাচ্ছে ভ্যাকসিন সার্টিফিকেট’।

সর্বাধিক পঠিততে সেরা হয়েছে গত ২১ সেপ্টেম্বর প্রকাশিত সিনিয়র রিপোর্টার এস এম আববাসের ‘বিধিমালার খসড়া চূড়ান্ত: বাধ্যতামূলক হচ্ছে ডোপ টেস্ট’ প্রতিবেদনটি।

সারা দেশ শাখায় পুরস্কার পেয়েছে কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আরিফুল ইসলামের ‘বাল্যবিয়ে পড়াতে কাজিদের যত কারসাজি’ শিরোনামের প্রতিবেদনটি।

ভালো কাজের আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবে প্রতি মাসে সেরা প্রতিবেদন, ব্রেকিং রিপোর্ট, সর্বাধিক পঠিত, এডিটর্স অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড, মফস্বলের সেরা প্রতিবেদন পুরস্কার দিয়ে থাকে বাংলা ট্রিবিউন।