রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে দু’জন হাসপাতালে

রাজধানীর মহাখালীতে আলিফ পরিবহনের বাস থেকে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া দুই যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় মহাখালী টিভি গেটের বিপরীত পাশে বনশ্রী থেকে মিরপুরগামী আলিফ পরিবহন থেকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

আলিফ পরিবহনের রোড সুপারভাইজার মো. হামিম এবং আনসার সদস্য মো. আজম এ তথ্য জানান।

স্বাস্থ্য অধিদফতরের গুলশান শাখার নতুন ভবনের আনসার সদস্য আজম আলী বলেন, ‘একজনের ভোটার আইডি কার্ড ও অপরজনের ড্রাইভিং লাইসেন্স দেখে পরিচয় জানা গেছে। তাদের একজন কুমিল্লার বরুড়া হাটপুকুরিয়া গ্রামের মো. কবিরের ছেলে মো. কামাল হোসেন (৩০) এবং অপরজন হলেন, মো. জামাল হোসাইন (২৫)। তাদের কাছ থেকে কিছু খোয়া গেছে কিনা তা জ্ঞান ফিরলে জানা যাবে।’

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘অচেতন দুই যুবকের পাকস্থলি পরিষ্কার করে মিটফোর্ড হাসপাতালে রেফার করেছেন ডিউটিরত চিকিৎসক।’