কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সম্প্রসারণে বিপিপিইএ'র সাত দাবি

জাতীয়স্বার্থে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সম্প্রসারণে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সে ভর্তির ক্ষেত্রে সাতটি দাবি তুলে ধরেছে বাংলাদেশ বেসরকারি পলিটেকনিক উদ্যোক্তা সমিতি (বিপিপিইএ)।

শনিবার (৪ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির কেন্দ্রীয় নেতারা এসব দাবি জানান।

তারা বলেন, জাতির বৃহত্তর স্বার্থে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সম্প্রসারণে সরকারের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য আপনাদের মাধ্যমে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সে ২০২১- ২০২২ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে নিম্নোক্ত বিষয়সমূহ বিবেচনার জন্য প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, কারিগরি শিক্ষা অধিদফতর ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের দৃষ্টি আকর্ষণ করছি এবং জাতীয় স্বার্থে এ শিক্ষাকে রক্ষায় সাতটি দাবি জানাচ্ছি।

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে এসএসসি'র মানবিক, বাণিজ্যিক ও দাখিল বিভাগের শিক্ষার্থীদের ভর্তির যোগ্যতা অর্জনের জন্য মেকআপ কোর্স ও পরীক্ষা নেওয়ার বিষয়ে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সাম্প্রতিক সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানানো হয়েছে।

সংগঠনের পক্ষে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে শিক্ষার্থী ভর্তির জন্য বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের জন্য পর্যাপ্ত সময় প্রদানের ব্যবস্থা করার দাবি জানানো হয়।

সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. শামসুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সোহেলি ইয়াসমিনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।