পার্বত্য চুক্তি পূর্ণ বাস্তবায়নের দাবি বিশিষ্টজনদের

পার্বত্য চুক্তি পূর্ণ বাস্তবায়নের দাবি জানিয়েছেন বিশিষ্টজনরা। মঙ্গলবার (৭ ডিসেম্বর) পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৪ বছর পূর্তি উপলক্ষে সিরডাপ মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম কমিশন ও এএলআরডি’র যৌথ উদ্যোগে ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৪ বছরপূর্তি উপলক্ষে আলোচনা: ভূমি বিরোধ নিষ্পত্তির অগ্রগতি ও প্রতিবন্ধকতা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় এই দাবি জানান তারা।

আলোচনায় অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য উষাতন তালুকদার। 

পার্বত্য চট্টগ্রাম কমিশনের কো-চেয়ার সুলতানা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ‘নিজেরা করি’র সমন্বয়কারী খুশী কবীর, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা। এ ছাড়া আলোচনায় অংশ নেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সদস্য প্রফেসর মংসানু চৌধুরী, ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী কল্যাণ সমিতির নেতা সন্তোষিত চাকমা, উন্নয়ন কর্মী লেলুং খুমী প্রমুখ।

সুলতানা কামাল বলেন, যে শান্তির উদ্দেশ্য নিয়ে পার্বত্য চুক্তি স্বাক্ষর হয়েছিল, সেই উদ্দেশ্য থেকে আমরা ক্রমশ দূরে সরে যাচ্ছি। পক্ষপাতদুষ্ট প্রশাসন ও ভূমি কমিশনের কাজের ধীরগতি এ চুক্তির পূর্ণ বাস্তবায়নে অন্তরায় হয়ে আছে। 

খুশী কবীর বলেন, চুক্তি বাস্তবায়নে সরকারের দেওয়া প্রতিশ্রুতি ২৪ বছরেও পূরণ হয়নি।