লিবিয়ার আটককৃত বাংলাদেশিদের ফিরিয়ে আনার দাবি

অবৈধ পথে ইতালি পাড়ি দেওয়ার সময় লিবিয়া আটককৃত বাংলাদেশিদের ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তাদের পরিবারের সদস্যরা। বুধবার (৮ ডিসেম্বর). জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তারা এ দাবি জানান।

মানববন্ধনে মাদারীপুর থেকে আগত জসিমউদ্দিন বলেন, আমার ছোট ভাই আব্দুল আজিমকে গত রোজায় সাড়ে আট লাখ টাকায় ইতালিতে পাঠান আমাদের গ্রামের দালাল আবুল কাশেম। নৌ পথে লিবিয়া পাড়ি দেওয়ার সময় তাকে আটক করা হয়। বর্তমানে সে ওখানের শরণার্থী শিবিরে আটক আছে বলে খবর পেয়েছি। কিন্তু কোনও যোগাযোগ হচ্ছে না। আমি আমার ভাইকে ফেরত চাই।

মানববন্ধনে আগত অন্যান্যরা জানান, দালাল চক্রের ফাঁদে পড়ে অনেকে লিবিয়া থেকে নৌ-পথে ইতালির উদ্দেশে রওয়ানা দেয়। পথিমধ্যে কোস্টগার্ড তাদের আটক করে। দীর্ঘদিন তাদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে স্বজনরা মানসিকভাবে ভেঙে পড়েছেন। দালালরা একেক সময়ে একেক রকম কথা বলছে।