‘অভিবাসন প্রক্রিয়ায় পরিবর্তন দরকার’

আগ্রহী কর্মীদের বিদেশে পাঠানোর জন্য অভিবাসন প্রক্রিয়ার পরিবর্তন দরকার বলে মনে করেন ব্যুরো অব ম্যানপাওয়ার এমপ্লয়মেন্ট ট্রেনিংয়ের উপ-পরিচালক সাজ্জাদুর রহমান সরকার। তিনি বলেন, প্রান্তিক পর্যায়ে কর্মীদের দোরগোড়ায় যেতে না পারলে সমস্যার সমাধান হবে না। এছাড়া অভিবাসী শ্রমিকদের ঋণ সংকট থেকে সুরক্ষা করাও জরুরি।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘অভিবাসী শ্রমিকদের ঋণ সংকট থেকে সুরক্ষার অধিকার’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। ওয়্যারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এই আলোচনা সভার আয়োজন করে।

সাজ্জাদুর রহমান বলেন, অভিবাসনের জন্য আন্তঃমন্ত্রণালয় সমন্বয় দরকার। আমাদের অভিবাসন পরিস্থিতি এখন উন্নতির দিকে। সরকার অভিবাসন নিয়ে কাজ করছে। শিগগিরই এর প্রতিফলন পাওয়া যাবে। অভিবাসন প্রক্রিয়ারও পরিবর্তন দরকার যাতে সহজে কর্মীদের পাঠানো যায়।

আলোচনা সভায় সাবেক সংসদ সদস্য রুকসানা ইয়াসমিন সুইটি বলেন, প্রতি বছর বহু লোক দেশের বাইরে যায়। এরা নানাভাবে দেশের বাইরে যায়। দালালদের সংখ্যা এত বেশি যে বিদেশে যাওয়ার জন্য প্রান্তিক মানুষজন কোনও না কোনওভাবে তাদের হয়রানির শিকার হন।

তিনি বলেন, কয়েকদিন আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম কয়েকজন অভিবাসী দালালের খপ্পরে পড়ে মানবেতর জীবন পার করছে। তারা বাচার আকুতি জানাচ্ছে। এগুলো থেকে আমরা নিস্তার চাই।

ডিইএমও সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস রুপা বলেন, মানুষ সচেতন হচ্ছে। তবে এজন্য আরও কাজ করতে হবে। সরকারি ও বেসরকারি নানা সংস্থা এই কাজটি করতে পারে। অভিবাসীদের সচেতনতার জন্য তা করা জরুরি।

ওয়্যারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ সাইফুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও অংশ নেন ওয়্যারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উপ-পরিচালক সোহরাওয়ার্দী হোসাইন, পরিচালক জেসিয়া খাতুন, বিওএএফ এর চেয়ারম্যান নাজমুল আহসান, শ্রমিক নেতা আবুল হোসেন প্রমুখ।