মতিঝিলে মদ্যপ অবস্থায় মোটরসাইকেল চালিয়ে পথচারীকে ধাক্কা

রাজধানীর মতিঝিলে মদ্যপ অবস্থায় মোটরসাইকেল চালিয়ে এক পথচারীকে ধাক্কা দেয় সজল নামের এক যুবক। রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয় মো. সোহাগ নামের ওই পথচারী। এ ঘটনায় চালক সজলকে স্থানীয়রা আটক করে পুলিশে সোর্পদ করে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত সোহাগকে রাত সাড়ে ১০টার দিকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক। তিনি নিউরো সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

পরে চালক সজলকে চিকিৎসার জন্য মতিঝিল থানার পুলিশ হাসপাতালে নিয়ে যায়।

উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম বলেন, সজল মদ্যপ অবস্থায় এক ব্যক্তিকে মোটরসাইকেল দিয়ে ধাক্কা দিয়ে নিজেও আহত হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত সোহাগের চাচা জানান, সোহাগ মুগদা এলাকায় থাকেন, পুরাতন ফার্নিচারের ব্যাবসা করে।

তিনি আরও বলেন, মতিঝিল মধুমিতা সিনেমা হলের অদূরে রাস্তা পার হওয়ার সময়ে দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়েছে। খবর শুনে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, আহত সোহাগের অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকরা জানিয়েছেন, তার এ মুহুর্তে আইসিইউ প্রয়োজন। ঢামেকে সিট না পাওয়ায় স্বজনরা তাকে অন্যত্র নিয়ে গেছেন।