রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

রাজধানীর শেওড়া এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় আমিনুল ইসলাম রনি (২৮) নামে এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৯ ডিসেম্বর) ভোর সোয়া ৪টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আমিনুল কসমেটিক প্রসাধনীসহ বিভিন্ন মালামাল বাসা বাড়িতে পৌঁছে দেওয়ার (ডেলিভারিম্যান) কাজ করতেন।

তাকে উদ্ধারকারী সিএনজিচালক খবির উদ্দিন জানান, ক্যান্টনমেন্ট থানাধীন বিশ্বরোড শেওড়া ফুটওভার ব্রিজের পূর্ব পাশে মেইন রোডে বাইসাইকেল আরোহীকে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামীর মোটরসাইকেল ধাক্কা দেয়। ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয় সাইকেল আরোহী।

পরে সেখান থেকে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নেওয়া হয়। পরে সেখান থেকে শ্যামলীতে আরেকটি হাসপাতাল নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাত পৌনে তিনটায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৯ ডিসেম্বর) ভোর সোয়া চারটায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বলেন, শেওড়া এলাকায় রাস্তার বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী রাস্তায় পড়ে আহত হয়। পরে পথচারীরা তাকে মেডিক্যালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মৃত আমিনুল ভোলা সদরের রতনপুর গ্রামের নাসির আহমেদের ছেলে। বর্তমানে ঢাকার কল্যাণপুর এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।