জাতিসংঘ মিশনে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান বিমান বাহিনী প্রধানের

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সদস্যদের শৃঙ্খলা, সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে বাংলাদেশ বিমান বাহিনী তথা দেশের জন্য সুনাম বয়ে আনার আহবান জানিয়েছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান।

রবিবার (২ জানুয়ারি) বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশার-এ কঙ্গো এবং মালিগামী কন্টিনজেন্ট সদস্যদের উদ্দেশ্যে তিনি এ আহ্বান জানান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিমান বাহিনীর প্রধান তার বক্তব্যে দায়িত্বরত অবস্থায় করোনাভাইরাসের বিস্তার রোধ এবং এতে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমাতে বিশেষ সতর্কতা অনুসরণের পরামর্শ দেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, ঢাকাস্থ এয়ার অফিসার এবং বিমান সদর ও ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মিশনের সাফল্য কামনায় আয়োজিত এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, কঙ্গো শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর ২টি কন্টিনজেন্টে (ইউটিলিটি এভিয়েশন ইউনিট ও এয়ার ট্রান্সপোর্ট ইউনিট) ২৪৬ জন বিমান বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছেন। ৬টি (এমআই সিরিজ) হেলিকপ্টার ও ১টি (সি-১৩০) পরিবহন বিমান রয়েছে। এছাড়া মালি শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর ১টি কন্টিনজেন্টে (এয়ারফিল্ড সার্ভিসেস অ্যান্ড ম্যানেজমেন্ট ইউনিট) মোট ১১০ জন বিমান বাহিনীর সদস্যসহ বিভিন্ন এয়ারফিল্ড এবং গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট রয়েছে।R-02 (2)