X
সোমবার, ১৪ জুলাই ২০২৫
২৯ আষাঢ় ১৪৩২

রাসায়নিক অস্ত্র কনভেনশনের সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০২৫, ১৭:১০আপডেট : ১৭ জুন ২০২৫, ১৭:১০

ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগের মাল্টিপারপাস হলে মঙ্গলবার (১৭ জুন) বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষের রাসায়নিক অস্ত্র কনভেনশনের (বিএনএসিডব্লিউসি) ২৪তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান এ সভায় সভাপতিত্ব করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা এবং বাহিনীগুলো থেকে বিএনএসিডব্লিউসি’র মোট ৪৩ জন উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এই সভায় অংশগ্রহণ করেন। সভায় বাংলাদেশে রাসায়নিক অস্ত্র কনভেনশন ও রাসায়নিক অস্ত্র (নিষিদ্ধকরণ) আইন, ২০০৬ এর বিধিবিধান কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে ২৩তম সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়। দেশের সার্বিক রাসায়নিক নিরাপত্তা ব্যবস্থা সুসংহত করা ও রাসায়নিক দুর্ঘটনা মোকাবিলায় কার্যকর ব্যবস্থা গ্রহণ সম্পর্কেও আলোচনা হয়।

দেশে তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্য সংক্রান্ত সব কার্যক্রম ও তফসিল-বর্হিভূত স্বতন্ত্র জৈব রাসায়নিক দ্রব্য উৎপাদন যথাযথভাবে পর্যবেক্ষণের লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বিএনএসিডব্লিউসির সঙ্গে অনলাইনে নিবন্ধনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এছাড়া তফসিলভূক্ত রাসায়নিক দ্রব্য আমদানির ক্ষেত্রে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডোর (এনএসডাব্লিউ) মাধ্যমে জাতীয় কর্তৃপক্ষের অনাপত্তি পত্র গ্রহণের বিষয়ে সভায় আলোচনা করা হয়। এছাড়া চট্টগ্রাম বন্দরে দীর্ঘমেয়াদে মজুত করা রাসায়নিক দ্রব্য ধ্বংস করাসহ অন্যান্য বন্দরে রাসায়নিক দ্রব্যের নিরাপত্তা ব্যবস্থা সুসংহত করার ব্যাপারে সভায় আলোচনা করা হয়।

রাসায়নিক দুর্যোগ-দুর্ঘটনায় হতাহতদের চিকিৎসার জন্য দেশের গুরুত্বপূর্ণ হাসপাতালগুলো প্রস্তুত করা এবং চিকিৎসা-সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য আগামী অক্টোবর মাসে ঢাকায়  ‘অর্গানাইজেশন ফর দ্য প্রোহিবিশন অব কেমিক্যাল উইপনসের (ওপিসিডাব্লিউ) আয়োজনে একটি আন্তর্জাতিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে বলে সভায় সবাইকে অবহিত করা হয়। বাংলাদেশে কেমিক্যাল ওয়ারফেয়ার এজেন্ট অথবা অন্যান্য রাসায়নিক পদার্থ-সংশ্লিষ্ট দুর্ঘটনায় দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য বাহিনীগুলোর পক্ষ থেকে গঠিত কেমিক্যাল ডিজেস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) সক্ষমতা বৃদ্ধি ও প্রয়োজনীয় সরঞ্জামাদি কেনার বিষয়ে সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। একইসঙ্গে, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) একটি ল্যাবকে ওপিসিডব্লিউ’র ডেজিগনেটেড ল্যাবরেটরি হিসেবে উন্নয়নের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণের বিষয়ে সভায় বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
রাজধানীর বাড্ডায় বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী মোজাম্মেল গ্রেফতার
সেনাপ্রধানের সঙ্গে তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিজের সেক্রেটারির সাক্ষাৎ
বাংলাদেশ ও তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে চায়
সর্বশেষ খবর
গাবতলী থেকে সাজাপ্রাপ্ত আসামি মোস্তাক গ্রেফতার
গাবতলী থেকে সাজাপ্রাপ্ত আসামি মোস্তাক গ্রেফতার
সাভারে দেশের প্রথম কুকুরের ক্যান্সার চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র স্থাপন
সাভারে দেশের প্রথম কুকুরের ক্যান্সার চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র স্থাপন
টিউলিপসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলায় একজনের স্থগিতাদেশ
টিউলিপসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলায় একজনের স্থগিতাদেশ
ভারতের চাই ১৩৫ রান, ইংল্যান্ডের ৬ উইকেট
ভারতের চাই ১৩৫ রান, ইংল্যান্ডের ৬ উইকেট
সর্বাধিক পঠিত
পুলিশ হেফাজতে মৃত্যু: দুদিন আগেই বিষ সংগ্রহ করেন আশরাবী
পুলিশ হেফাজতে মৃত্যু: দুদিন আগেই বিষ সংগ্রহ করেন আশরাবী
বড় শয়তান এখনও আমাদের কাঁধে শ্বাস ফেলছে: মাহফুজ আলম
বড় শয়তান এখনও আমাদের কাঁধে শ্বাস ফেলছে: মাহফুজ আলম
রাতের আঁধারে ভেঙে ফেলা হলো প্রজন্ম চত্বরের স্থাপনা
রাতের আঁধারে ভেঙে ফেলা হলো প্রজন্ম চত্বরের স্থাপনা
গোলাম রুহানীসহ পুলিশের চার কর্মকর্তা বরখাস্ত
গোলাম রুহানীসহ পুলিশের চার কর্মকর্তা বরখাস্ত
‘এনবিআরকে দুই ভাগ করায় এখন আর কর্মকর্তাদের আপত্তি নেই’
‘এনবিআরকে দুই ভাগ করায় এখন আর কর্মকর্তাদের আপত্তি নেই’