লঞ্চে আগুন: দগ্ধ শিশুর মৃত্যু

ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে দগ্ধ শিশু তামিম (৮) ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে মারা গেছে। শিশুটি হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে ছিল।

রবিবার (২ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে তামিমের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. আইউব হোসেন জানিয়েছেন, শিশুটির শরীরের ৩০ শতাংশ ও শ্বাসনালি পুড়ে গিয়েছিল।

প্রসঙ্গত, গত ২৪ ডিসেম্বর রাত ৩টায় ঝালকাঠির নলছিটি উপজেলায় সুগন্ধা নদীর পোনাবালীয়া ইউনিয়নের দেউরী এলাকায় বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চের ইঞ্জিন রুম থেকে আগুন লাগে। এ ঘটনায় অন্তত ৪৫ জন মারা গেছেন।