‘৯৯৯’-এ ফোন, ডা. মুরাদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ স্ত্রীর

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে সহায়তা চেয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের স্ত্রী ডা. জাহানারা আহসান। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুরে ৯৯৯ নম্বরে ফোন করে তিনি এই সহায়তা চান।

পরে ৯৯৯-এর মাধ্যমে বিষয়টি ধানমন্ডি থানাকে জানানো হয়। পুলিশের একটি টিম ডা. মুরাদের বাসায় যায়।

৯৯৯ নম্বরে ডা. জাহানারা আহসানের অভিযোগের বিষয়ে জানা গেছে, তাকে মারধর করা হয়। এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকরাম আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছেন তার স্ত্রী। তবে লিখিত অভিযোগ আমরা পাইনি। অভিযোগ পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিস্তারিত জানানো হবে।’