X
সোমবার, ১৪ জুলাই ২০২৫
২৯ আষাঢ় ১৪৩২

সড়ক দুর্ঘটনায় গাড়িতে আটকে ছিলেন চালক, ৯৯৯-এ ফোনে উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুন ২০২৫, ১৭:৫৬আপডেট : ১৬ জুন ২০২৫, ১৭:৫৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গাড়ির ভেতরে আটকে পড়া চালকসহ তিন জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ এক ব্যক্তির ফোন কলে দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সোমবার (১৬ জুন) ভোর সাড়ে ৪টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখানের নিমতলা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় পদ্মা সেতু থেকে ঢাকামুখী সড়কে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একজন প্রত্যক্ষদর্শী ৯৯৯-এ ফোন করে জানান, একাধিক গাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছে এবং কয়েকজন চালক গাড়ির ভেতরে আটকে পড়েছেন।

সোমবার (১৬ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পুলিশ পরিদর্শক (জনসংযোগ কর্মকর্তা) আনোয়ার সাত্তার এই তথ্য গণমাধ্যমে জানান।
আটকে পড়া ড্রাইভারকে উদ্ধার করা হচ্ছে
তিনি জানান, কলটি গ্রহণ করেন ৯৯৯-এর কনস্টেবল সোহেল মাহমুদ। তিনি তাৎক্ষণিকভাবে সিরাজদিখান ফায়ার সার্ভিস স্টেশনের সঙ্গে যোগাযোগ করে জরুরি উদ্ধার অভিযানের অনুরোধ জানান।

৯৯৯-এর তথ্য অনুযায়ী, সিরাজদিখান ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের গাড়ির ভেতর থেকে উদ্ধার করে। দুর্ঘটনার সূত্রপাত হয় তখন, যখন ঢাকা মেট্রো-ট-২৪-৭৪০৬ নম্বরের একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি অজ্ঞাত গাড়িকে ধাক্কা দেয় এবং চালক আটকে পড়ে। এর পরপরই যানজটের কারণে দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রাককে যশোর-ট-১১-২৬০১ নম্বরের আরেকটি ট্রাক পিছন থেকে ধাক্কা দেয়, ফলে ঢাকা মেট্রো-ট-২২-২১৭৩ ট্রাকের চালকও আটকে পড়েন।

এ সময় বিপ্লব (১৮), সাইদুল (৩৫) ও সিয়াম (২২) নামে তিন জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

/এবি/আরআইজে/
সম্পর্কিত
ট্রাকচাপায় প্রাণ হারালেন অটোরিকশার যাত্রী ও চালক 
মিরপুরের পাখির দোকান থেকে ৫০টি দেশীয় বন্যপ্রাণী উদ্ধার
অটোরিকশা চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, সড়ক অবরোধ করে বিক্ষোভ
সর্বশেষ খবর
গাবতলী থেকে সাজাপ্রাপ্ত আসামি মোস্তাক গ্রেফতার
গাবতলী থেকে সাজাপ্রাপ্ত আসামি মোস্তাক গ্রেফতার
সাভারে দেশের প্রথম কুকুরের ক্যান্সার চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র স্থাপন
সাভারে দেশের প্রথম কুকুরের ক্যান্সার চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র স্থাপন
টিউলিপসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলায় একজনের স্থগিতাদেশ
টিউলিপসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলায় একজনের স্থগিতাদেশ
ভারতের চাই ১৩৫ রান, ইংল্যান্ডের ৬ উইকেট
ভারতের চাই ১৩৫ রান, ইংল্যান্ডের ৬ উইকেট
সর্বাধিক পঠিত
পুলিশ হেফাজতে মৃত্যু: দুদিন আগেই বিষ সংগ্রহ করেন আশরাবী
পুলিশ হেফাজতে মৃত্যু: দুদিন আগেই বিষ সংগ্রহ করেন আশরাবী
বড় শয়তান এখনও আমাদের কাঁধে শ্বাস ফেলছে: মাহফুজ আলম
বড় শয়তান এখনও আমাদের কাঁধে শ্বাস ফেলছে: মাহফুজ আলম
রাতের আঁধারে ভেঙে ফেলা হলো প্রজন্ম চত্বরের স্থাপনা
রাতের আঁধারে ভেঙে ফেলা হলো প্রজন্ম চত্বরের স্থাপনা
গোলাম রুহানীসহ পুলিশের চার কর্মকর্তা বরখাস্ত
গোলাম রুহানীসহ পুলিশের চার কর্মকর্তা বরখাস্ত
‘এনবিআরকে দুই ভাগ করায় এখন আর কর্মকর্তাদের আপত্তি নেই’
‘এনবিআরকে দুই ভাগ করায় এখন আর কর্মকর্তাদের আপত্তি নেই’