বিএসটিআই’র অভিযানে পৌনে ৪ লাখ টাকা জরিমানা

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অভিযানে তিন লাখ ৭৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সংস্থার নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরার নেতৃত্বে নগরীর বিমানবন্দর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে বিএসটিআই’র সিএম সনদ ছাড়া দই বিক্রির অভিযোগে ‘এয়ারপোর্ট রেস্টুরেন্ট’কে এক লাখ টাকা, চকলেট, কেক ও চিপসের ছাড়পত্র ছাড়া বিক্রির অভিযোগে একই এলাকার ‘এয়ারপোর্ট স্ম্যাকস’কে এক লাখ টাকা, ‘শীতল পাটি লাউন্স’কে এক লাখ টাকা, শর্মা হাউজকে ৫০ হাজার টাকা ও ফারুক স্টোরকে ২৪ হাজার টাকাসহ মোট তিন লাখ ৭৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের মাঠ কর্মকর্তা  মো. সাইদুর রহমান, সহকারী পরিচালক  জিশান আহম্মেদ তালুকদার ও মো. খালেদ হোসেন।