অ্যাথলেটিকস ফেডারেশনের  সভাপতি আলী কবির আর নেই

প্রায় এক মাস ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করে যাচ্ছিলেন। হাসপাতালের আইসিইউ থেকে লাইফ সাপোর্টেও থাকতে হয়েছিল। তবে সেখান থেকে আর ফিরতে পারেননি বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি ও  বাংলাদেশ নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান এ এস এম আলী কবির।  সোমবার  (১০ জানুয়ারি) রাত পৌনে বারোটায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি ।

৭১ বছর বয়সী এই কর্মকর্তা মৃত্যুকালে স্ত্রী ও দুই কন্যা সন্তান রেখে গেছেন।  অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু  সংগঠনের সভাপতির মৃত্যুর খবরটি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

আলী কবির বার্ধক্যজনিত নানান রোগে ভুগছিলেন। মাঝে হার্ট অ্যাটাকও হয়েছিল।

আলী কবির পেশাগত জীবনে পূর্ণ সচিবের দায়িত্ব পালন করেছেন। জাতীয় ক্রীড়া পরিষদের সচিবও ছিলেন।

সরকারি চাকরি থেকে অবসরের পর  অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি মনোনীত হন৷ গত এক দশকের বেশি সময় ধরে ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।  সবশেষ নদী রক্ষা কমিশনের চেয়ারম্যানও হন। ক্রীড়াঙ্গনে অবদানের জন্য ২০১৬ সালে পান জাতীয় ক্রীড়া পুরস্কার।