চলন্ত ট্রেনে উঠতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

রাজধানীর জুরাইন এলাকায় নারায়ণগঞ্জগামী চলন্ত ট্রেন থেকে পড়ে আলামিন (১৭) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু  হয়েছে। সে স্থানীয় কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিল। মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকালে ঘটনাটি ঘটে।

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টায় তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে থানাকে অবহিত করা হয়েছে।

মৃতের বন্ধু জোবায়ের সাংবাদিকদের বলেন, আমরা দুজন জুরাইন রেলগেটের অদূরে শ্যামপুর বড়ুইতলা এলাকায় দাঁড়িয়ে ছিলাম। এ সময় নারায়ণগঞ্জগামী একটি ট্রেনটি হালকা থামে এরপর আবার আবার ছেড়ে দেয়।  জোবায়ের বলেন, আমি ওই সময় চিনাবাদাম কিনছিলাম। আলামিন ওই ট্রেনে উঠতে গিয়ে পড়ে যায়। পরে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার গাওদিত্ব গ্রামের রফিকুল ইসলাম লিটনের ছেলে আলামিন। সে শ্যামপুরের সবুজবাগে পরিবারের সঙ্গে থাকতো।

আলামিনের মা লিপি আক্তার বলেন জোবায়ের আমার ছেলেকে তাকে বাসা থেকে ডেকে নিয়ে গিয়েছিল। এখন এসে দেখি আমার ছেলের মরদেহ।