সুপ্রিম কোর্টে দুর্নীতি প্রতিরোধে সুনির্দিষ্ট সুপারিশ করেছে গঠিত কমিটি

সুপ্রিম কোর্টের (আপিল ও হাইকোর্ট বিভাগ) সেকশনে অনিয়ম-দুর্নীতি প্রতিরোধে সুনির্দিষ্ট সুপারিশ করেছে এ উদ্দেশ্যে গঠিত অনুসন্ধান কমিটি। বুধবার (১২ জানুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বরাবর সুপারিশমালা দাখিল করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন—সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (সার্বিক) মো. আবদুর রহমান এবং ডেপুটি রেজিস্ট্রার (অর্থ ও উন্নয়ন) মো. মিজানুর রহমান।

এর আগে, গত ৬ জানুয়ারি সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের অনিয়ম-দুর্নীতি বিষয়ক অভিযোগের অনুসন্ধানের জন্য দুই সদস্যের কমিটি গঠন করে দেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

গত ২ জানুয়ারি দেশের নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তার সংবর্ধনা অনুষ্ঠানে বলেছিলেন, বিচার বিভাগে কোনো দুষ্ট ক্ষতকে আমরা ন্যূনতম প্রশ্রয় দেবো না।

তাই সুপ্রিম কোর্টের সকল শাখার অস্বচ্ছতা, অনিয়ম, অলসতা এবং অযোগ্যতাকে নির্মূল করতে যেকোনো পদক্ষেপ গ্রহণে সকলকে পাশে পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছিলেন প্রধান বিচারপতি।