উখিয়ায় ২৫ কোটি টাকার আইস উদ্ধার

উখিয়ার পালংখালী এলাকা থেকে পাঁচ কেজি ক্রিস্টাল মেথ (আইস)-এর চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর বর্তমান বাজার মূল্য ২৫ কোটি টাকা।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাতে বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের এক অভিযানে এই চালান জব্দ করা হয়। কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক মো. মেহেদি হোসাইন কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধারকৃত পাঁচ কেজি ক্রিস্টাল মেথ আইস দেশের সবচেয়ে জব্দকৃত বড় চালান।

ক্রিস্টাল মেথ আইস নিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে ঢুকবে এমন তথ্যের ভিত্তিতে  আভিযানিক টহলদল কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালী ইউপি-র পালংখালী বাজার থেকে আনুমানিক ১০০ গজ দক্ষিণে পাকা ব্রিজের নিচে অবস্থান নেয়। পরে আনুমানিক রাত ৭ টা ৩০ মিনিটে কয়েকজনকে পায়ে হেঁটে সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখলে টহল দলের সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। এ সময় সশস্ত্র মাদক কারবারীরা বিজিবি সদস্যদের ওপর অতর্কিত গুলিবর্ষণ করতে থাকে। এমন পরিস্থিতিতে টহল দল কৌশলগত অবস্থান গ্রহণ করে তাদের জান-মাল, অস্ত্র-গোলাবারুদ এবং সরকারি সম্পদ রক্ষার্থে চোরাকারবারীদের লক্ষ্য করে পাল্টা গুলিবর্ষণ করে। এ সময় চোরাকারবারীরা তাদের সঙ্গে থাকা ব্যাগ মাটিতে ফেলে দ্রুত পাহাড়ি গহীন জঙ্গল দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

পরে টহল দল ঘটনাস্থল থেকে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে পাঁচ কেজি আইস জব্দ করে। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।