জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে ক্লাস-পরীক্ষা স্থগিত

আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে সকল ক্লাস-পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শুক্রবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক মহিউদ্দিন আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

তবে অনলাইনে শিক্ষা কার্যক্রম চলমান থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। আবাসিক হলও খোলা থাকবে। তবে সেখানে অবস্থানরত শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত শুধু বইপত্র আদান-প্রদানের জন্য খোলা থাকবে। এ ছাড়া অফিস সময় সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের সভাপতিত্বে শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে চলমান ভর্তি কার্যক্রম যথারীতি অব্যাহত থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকল জমায়েত ও বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।