বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি বাংলাদেশ-বিডিইউ ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষে ভর্তির প্রথম মেধা তালিকা প্রকাশ করেছে। সোমবার (৩১ জানুয়ারি) উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূরের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি কমিটির সভা শেষে মেধা তালিকা প্রকাশ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে (http://admission.bdu.ac.bd) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম মেধা তালিকা প্রকাশ করা হয়েছে।
২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটি উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূরের কাছে ফল হস্তান্তর করেন।
ভর্তিচ্ছু আবেদনকারীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট থেকে তাদের ফল জানতে পারবেন।
এছাড়া আবেদনকারীদেরকে ভর্তির আবেদন ফরমে উল্লিখিত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমেও মেধা তালিকার ফল জানিয়ে দেওয়া হচ্ছে।