মতিঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় আলোচিত ‘শিশু বক্তা’ রফিকুল ইসলাম মাদানীর অভিযোগ গঠন শুনানি ২২ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
বুধবার (২ ফেব্রুয়ারি) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সামছ জগলুল হোসেন এ আদেশ দেন।
সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী শামীম আল মামুন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘মতিঝিল থানার ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় আদালত অভিযোগপত্র গ্রহণ করেছেন। একইসঙ্গে মামলার অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ২২ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।’
এদিন রফিকুল ইসলাম মাদানীকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আবারও তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
এর আগে গত ২৬ জানুয়ারি গাজীপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে করা আরেকটি মামলায় অভিযোগ গঠন করেন আদালত।
উল্লেখ্য, রফিকুল ইসলাম মাদানীকে গত বছরের ৭ এপ্রিল নেত্রকোনায় তার বাড়ি থেকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারকালে তার কাছ থেকে চারটি মোবাইল ফোন জব্দ করা হয়। এসব মোবাইলে বেশকিছু বিদেশি পর্নো ভিডিও পাওয়া যায়। আটকের পরদিন তাকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানায় হস্তান্তর করে র্যাব। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গাজীপুর মহানগরীর বোর্ডবাজারের কলমেশ্বর এলাকায় একটি কারখানা চত্বরে গত বছরের ১০ ফেব্রুয়ারি এক ওয়াজ মাহফিলে সরকারকে কটাক্ষ করে বক্তব্য দিয়েছিলেন রফিকুল ইসলাম মাদানী। ওই ঘটনায় একই বছরের ৭ এপ্রিল দিবাগত রাত সোয়া ২টার দিকে গাছা থানায় র্যাব-১ এর ডিএডি আব্দুল খালেক বাদী হয়ে মামলা করেন।