এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গার্ডারের আঘাতে শ্রমিকের মৃত্যু

রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কাজ করার সময় গার্ডারের আঘাতে মো. হাসান মিঝি (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

মৃতের এক সহকর্মী মো. শামীম জানিয়েছেন, উড়াল সড়কে গার্ডারের মাধ্যমে দুই খুটির মাঝে সংযোগ স্লিপার বসানোর সময় স্লিপারের আঘাতে গুরুতর আহত হয় হাসান মিঝি। পরে হাসপাতালে নিয়ে আসি।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

মৃত হাসান চাঁদপুর সদর বড় সুন্দর গ্রামের মৃত ফজলুর রহমান মিঝির ছেলে। বর্তমানে তেজগাঁও নাখালপাড়া এলাকায় থাকতেন।