মহাসড়কে গাড়ি থামিয়ে ডাকাতি করতো ওরা

ঢাকা-মাওয়া মহাসড়কসহ দেশের বিভিন্ন জায়গায় গাড়ি থামিয়ে ও ভয় দেখিয়ে ডাকাতি করে আসছিল চক্রটি। এমন একটি ডাকাত চক্রের চার সদস্য নয়ন মজুমদার (২২),রাসেল হোসেন (২৩), মোহাম্মদ হানিফ শেখ (২৪) ও মন্টুকে (২০) গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বিকালে কেরানীগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে একটি চাপাতি, দুটি চাকু, একটি হাসুয়া, দুটি মোবাইল ও ৫২০ টাকা উদ্ধার করা হয়।‌

র‌্যাবে ১০ এর সহকারী পরিচালক এনায়েত কবির সোয়েব গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘গ্রেফতারকৃত চার জন অস্ত্রধারী সন্ত্রাসী ও সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। ‌ তারা বেশ কিছুদিন ধরে ঢাকা-মাওয়া মহাসড়কসহ দেশের বিভিন্ন জেলার বিভিন্ন জায়গায় গাড়ি থামিয়ে ও অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি করে আসছিল।’

তিনি আরও  বলেন, ‘গ্রেফতারকৃত নয়ন মজুমদারের বিরুদ্ধে একটি মাদক মামলা ও একটি দস্যুতার মামলা, রাসেলের বিরুদ্ধে দুটি মাদক মামলা ও হানিফ শেখের বিরুদ্ধে মাদক, চুরি ও  ডাকাতি প্রস্তুতির তিনটি মামলা রয়েছে।