যাত্রাবাড়ী থেকে নিখোঁজ কিশোরী লক্ষ্মীপুরে উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ী থেকে নিখোঁজ হওয়া এক কিশোরীকে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানা থেকে উদ্ধার করেছে পুলিশ।

২৪ জানুয়ারি যাত্রাবাড়ীর সায়দাবাদ থেকে মেয়েটি নিখোঁজ হয়। ২৬ জানুয়ারি মেয়েটির মা যাত্রাবাড়ী থানায় সাধারণ ডায়েরি করেন। বিভিন্ন তথ্যের ভিত্তিতে শনিবার (৫ ফেব্রুয়ারি) রামগঞ্জ থেকে ওই কিশোরীকে উদ্ধার করে নিয়ে আসা হয়।

যাত্রাবাড়ী থানার উপ-পুলিশ পরিদর্শক নাজমুল মোল্লা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যাত্রাবাড়ীর যে বাসায় মা ও মেয়ে থাকতো, সেখানে স্থানীয় এক কিশোরের সঙ্গে পরিচয় হয় ওই কিশোরীর। দুজনের মাঝে সখ্যতাও গড়ে ওঠে। তদন্ত করতে গিয়ে দেখি দুজনেই টিকটকে আসক্ত। পরিচয়ের পর তারা একসঙ্গে টিকটকও করেছে।’

উপ-পুলিশ পরিদর্শক নাজমুল মোল্লা আরও জানান, ‘মেয়েটিকে যখন উদ্ধার করে নিয়ে আসি তখন সে তার মায়ের ওপর ক্ষোভ প্রকাশ করে আমাদের কাছে। সে জানায়, তার মা তাকে জোর করে সাত বছর আগে বাল্যবিয়েতে বাধ্য করে। ওই স্বামী ওমান প্রবাসী বলেও সে জানায়। মায়ের সঙ্গে এ নিয়ে তার বনিবনা হতো না বলে সে বাসা ছেড়ে পালায়।’

পুলিশ আরও জানায়, প্রযুক্তির মাধ্যমে আমরা মেয়েটির অবস্থান সম্পর্কে নিশ্চিত হই। পরে আমাদের থানা-পুলিশের টিম গিয়ে মেয়েটিকে নিয়ে আসে। সে সময় আমাদের সঙ্গে তার মা ছিলেন। মেয়ের মা ছেলেটির প্রতি কোনও অভিযোগ দায়ের করেননি। দুজনই অপ্রাপ্তবয়স্ক। আমরা মেয়েটিকে উদ্ধার করে নিয়ে আসি। মেয়ের মা অভিযোগ দায়ের করলে আমরা ব্যবস্থা নেবো। আপাতত জিডির সূত্রে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হবে কিশোরীকে।