বিন্নী গার্মেন্টসের শ্রমিকদের বেতন পরিশোধে ২৫ লাখ টাকা দিলো সরকার

 

 

বিজিএমইএ’র সদস্যভুক্ত বন্ধ হয়ে যাওয়া বিন্নী গার্মেন্টসের শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতাদি পরিশোধের জন্য  শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কেন্দ্রীয় তহবিল থেকে ২৫ লাখ টাকা দেওয়া হয়েছে।

বুধবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর পল্টনে ফারস হোটেলে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ- টিসিসি’র ৬৯তম সভার প্রাক্কালে শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বিজিএমইএ এবং বিকেএমইএ’র নেতাদের হাতে সহায়তার সমপরিমাণ অর্থের চেক তুলে দেন।

বুধবার শ্রম মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে  এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার কমলাপুরে অবস্থিত বিন্নী গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক করোনায় মারা যাওয়ার কারণে গত বছর ১৬ জুন কারখানাটি স্থায়ীভাবে বন্ধ করা হয়। কারখানা বন্ধ হওয়ার সময় শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতার পরিমাণ ছিল এক কোটি ৪ লাখ টাকা। পরে কারখানার মালিক-শ্রমিক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর, বিজিএমইএ নেতাদের সমঝোতা বৈঠকের মাধ্যমে মেশিন যন্ত্রপাতি বিক্রি করে মালিকপক্ষ শ্রমিকদেরকে ৭৯ লাখ টাকা পরিশোধ করে।  অবশিষ্ট ২৫ লাখ টাকা বকেয়া পাওনা সরকার পরিশোধ করলো।

উল্লেখ্য, শতভাগ রফতানিমুখী শিল্প সেক্টরের জন্য বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ২৩২(৩) ধারার বিধান অনুযায়ী, শ্রম মন্ত্রণালয়ের অধীনে  ২০১৫ সালে শতভাগ রফতানিমুখী গার্মেন্টস শিল্পের শ্রমিকদের কল্যাণের জন্য এ তহবিল গঠন করা হয়। ২০১৭ সালের জুলাই মাস থেকে মোট রফতানির শতকরা ০.০৩ ভাগ সরাসরি বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে কেন্দ্রীয় তহবিলে জমা হচ্ছে।