মোবাইল ফোনে এইচএসসি ও সমমানের ফল জানবেন যেভাবে 

মোবাইলে ফোনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল এবারও ঘরে বসেই জানা যাচ্ছে। ফল প্রকাশের আনুষ্ঠানিকতার পর থেকেই ফোনের এসএমএসের মাধ্যমে এ ফল জানা যাচ্ছে। প্রতি এসএমএস’র জন্য ২ টাকা ৬৭ পয়সা খরচ পড়বে।

এসএমএসে সাধারণ শিক্ষা বোর্ডের ফল পেতে HSC<>বোর্ড<>রোল<>সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিতে হবে।

 উদাহরণ: HSC DHA 123456 2022 টাইপ করে এসএমএস পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে জানা যাবে ফল। 

মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের জন্য HSC<>MAD<>রোল<>সাল লিখে পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে।

টেকনিক্যাল শিক্ষা বোর্ডের জন্য HSC<>TEC<>রোল<> সাল লিখে পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে।

তাছাড়া, ওয়েবসাইটে ব্রাউজ করেও জানতে পারবেন ফল। শিক্ষা বোর্ডের (www.educationboardresults.gov.bd) ওয়েবসাইট থেকে পরীক্ষার ফলাফলসহ বিস্তারিত জানা যাচ্ছে।

আরও পড়ুন: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ