বিশেষজ্ঞ চিকিৎসক সেজে রোগী দেখছিলেন তিনি

রায়হান কামালের শিক্ষাগত যোগ্যতা তিনি প্যারামেডিক কোর্স সম্পন্ন করেছেন। অথচ নিজেকে একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে রোগী দেখে আসছিলেন তিনি। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে এই ভুয়া চিকিৎসককে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) গাজীপুরের কালীগঞ্জ থানার নাগরী ইউনিয়নের রায়েরদিয়া বাজারের রাইসা ফার্মেসি থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে চিকিৎসার কাজে  ব্যবহৃত প্যাড, দুটি থার্মোমিটার, একটি স্টেথোস্কোপ, দুটি সার্জিক্যাল সিজার, দুটি স্ট্যাম্প সিল, একটি এনআইডি কার্ড, মোবাইল ফোনের তিনটি সিম উদ্ধার করা হয়।

র‌্যাব-১ এর সহকারী পরিচালক নোমান আহমদ বাংলা ট্রিবিউনকে বলেন,  ‘চিকিৎসক না হয়েও দীর্ঘদিন ধরে বিশেষজ্ঞ চিকিৎসক পদবি  ব্যবহার করে নিরীহ রোগীদের জটিল রোগের চিকিৎসার নামে প্রতারণা করে আসছিল গ্রেফতারকৃত রায়হান।’ ‌

র‌্যাব কর্মকর্তা জানান, অনার্স ও প্যারামেডিক পাস করে সে প্রথমে একটি ফার্মাসিটিক্যালস কোম্পানিতে পার্টটাইম চাকরি করতো। পরে একটি ফার্মেসিতে চাকরি শুরু করে। এরপর সে ডাক্তার পদবি ব্যবহার করে চিকিৎসা সেবা দিয়ে আসছিল।