শ্রদ্ধা জানাতে যে রাস্তায় যেতে হবে শহীদ মিনারে

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য ২১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবেশে বেশ কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা ট্রাফিক বিভাগ। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঢুকতে হলে যানবাহন ছাড়া পায়ে হেঁটে ঢুকতে হবে শ্রদ্ধা নিবেদনের জন্য।

শ্রদ্ধা জানাতে আসা সবার প্রতি ট্রাফিক বিভাগকে সহায়তার জন্য আহ্বান জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।

নির্দেশনায় বলা হয়েছে, শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা সবাইকে প্রবেশ করতে হবে পলাশী মোড় হয়ে জগন্নাথ হল ক্রসিং দিয়ে। এছাড়া বের হতে হবে দোয়েল চত্বর দিয়ে।

প্রবেশ নিষেধাজ্ঞা রয়েছে যেসব রাস্তা দিয়ে

বকশীবাজার থেকে জগন্নাথ হল ক্রসিং, চাঙ্খারপুল থেকে রোমানা চত্বর সড়ক, টিএসসি থেকে শিব বাড়ি ক্রসিং চত্বর, উপাচার্য ভবন থেকে ভাস্কর্য ক্রসিং সড়ক।

যেসব সড়কে থাকবে ব্যারিকেড

কাটাবন মোড় শাহবাগ মোড় নীলক্ষেত মোড় টিএসসি সড়ক দ্বীপ দোয়েল চত্বর মোড় হাইকোর্ট মোড় শহীদুল্লাহ হল মোড় রোমানা চত্বর মোড় ফুলার রোড মোড়।

শহীদ মিনার