শপথ হোক ‘বাংলা যখন বলবো বিশুদ্ধ বাংলা বলবো’

‘বাংলা যখন বলবো বিশুদ্ধ বাংলা বলবো’ এই শপথ নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পালন করেছে 'রিড অ্যালাউড বাংলাদেশ’। ‘ভাষার সঙ্গে শব্দের সম্পর্ক’ প্রতিপাদ্যে ভার্চুয়ালি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকে আলোচনা সভা ও শিশুদের গল্পকথন, কবিতা আবৃত্তি, গান ও উপস্থিত বক্তৃতার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

রিড অ্যালাউড বাংলাদেশের সমন্বয়ক অর্ণব দাসের সঞ্চালনায় অতিথি হিসিবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার রাকিবুল ইসলাম এবং রিড অ্যালাউড বাংলাদেশের প্রতিষ্ঠাতা রূপক সিংহ।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার রাকিবুল ইসলাম বলেন, ‘বলতে খারাপ লাগছে, আজকের দিনেও আমরা বাংলার মধ্যে ইংরেজি বলছি। টেলিভিশনে সাক্ষাৎকার হচ্ছে একুশ নিয়ে, সেখানেও বাংলার মধ্যে ইংরেজি শুনতে পাচ্ছি; এটা আমাদের জন্য লজ্জার। এখান থেকে বেরিয়ে আসতে হবে সবাইকে বিশুদ্ধ বাংলায় কথা বলতে হবে।’

রিড অ্যালাউড বাংলাদেশের প্রতিষ্ঠাতা রূপক সিংহ বলেন, একুশ আমাদের অহংকার, একুশ মানে মাথা উঁচু করা। কিন্তু এখনকার সময়ে দেখা যাচ্ছে আমরা মোবাইল যেভাবে মাথা নিচু করে ব্যবহার করছি, সেই নিচু করার অভ্যাসটা সবসময় থেকেই যাচ্ছে। একুশ যেকারণে জন্ম হয়েছিল, আজ সেখান থেকে আমরা দূরে সরে যাচ্ছি। একুশ শুধু পালনের জন্যই পালন করছি। বাংলার মধ্যে ইংরেজি বলা বাদ দিয়ে বিশুদ্ধ বাংলায় উদ্ভাসিত হতে হবে। ভাষা দিবসের শপথ হোক বাংলা যখন বলবো বিশুদ্ধ বাংলায় বলবো।’

অনুষ্ঠানটিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শিশু-কিশোর এবং অভিভাবকরাও যুক্ত হয়েছেন।