অমুসলিম শিক্ষার্থীদের হিজাব বাধ্যতামূলক করার অভিযোগ হিন্দু মহাজোটের

যশোরের আদ-দ্বীন সাকিনা মেডিক্যাল কলেজে অমুসলিম শিক্ষার্থীদের হিজাব বাধ্যতামূলক করার অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়। এ সময় সংগঠনটি থেকে স্বাধীনতার মাসে মিডিয়া ও ইয়ুথ ডেলিগেশনের নামে পাকিস্তান হাইকমিশনের অপতৎপরতা বন্ধের দাবি জানানো হয়।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটেননির্বাহী মহাসচিব ও মুখপাত্র পলাশ কান্তি দে লিখিত বক্তব্যে বলেন, ‘আপনারা এরইমধ্যে শুনেছেন যশোরের আদ-দ্বীন সকিনা মেডিক্যাল কলেজে অমুসলিম শিক্ষার্থীদের হিজাব বাধ্যতামূলক করা হয়েছে। ইতোমধ্যে দেশি-বিদেশি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।’

পলাশ কান্তি দের মতে, ‘২০১০ সালের ৪ অক্টোবর হাইকোর্ট এক রায়ে বলেছেন, ‘‘বাংলাদেশের সীমানার মধ্যে কোনও ব্যক্তিকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্মীয় পোশাক পরতে বাধ্য করা যাবে না।’’ তবে এই আদেশ অমান্য করছে আদ-দ্বীন সকিনা মেডিক্যাল কলেজ। তারা প্রতিষ্ঠানে ড্রেস কোড হিসেবে হিজাব বেছে নিয়েছে। ফলে সব ধর্মের শিক্ষার্থীরা তা পরতে বাধ্য হচ্ছেন। ছাত্রীদের ভর্তির সময়েই এ বিষয়ে লিখিত সম্মতি নিচ্ছেন কলেজ কর্তৃপক্ষ। আর হিজাব পরতে অসম্মতি জানালে তাদের বিভিন্ন কারণ দেখিয়ে ভর্তি করা থেকে বিরত রাখা হচ্ছে।’

তিনি দাবি করেন, ‘অমুসলিম ছাত্রীদের হিজাব পড়তে বাধ্য করার বিষয়টি তদন্ত করে আদ-দ্বীন সকিনা মেডিক্যাল কলেজের পরিচালকসহ যারা এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।’

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি সুধাংশু চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও ছিলেন সহ-সভাপতি উত্তম চক্রবর্তী, ডিসি রায়, প্রভাস চন্দ্র, রঞ্জিত কুমার মৃধা প্রমুখ।