বাংলাদেশে ব্যবসা বাড়াতে চায় মালদিভিয়ান এয়ারলাইন্স

বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণ করতে চায় মালদ্বীপের মালদিভিয়ান এয়ারলাইন্স। যাত্রীদের সাশ্রয়ী, আরামদায়ক ভ্রমণ নিশ্চিত ও  ফ্লাইট বৃদ্ধি করতে চায় এয়ারলাইন্সটি।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে এক অনুষ্ঠানে এয়ারলাইন্সটির কর্মকর্তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানে মালদিভিয়ান এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মিহাদ বলেন, বাংলাদেশ থেকে অনেকেই  মালদ্বীপে বেড়াতে যান। সেখানে বাংলাদেশিরাও কাজ করেন। আমরা সব ধরণের যাত্রীদের কথা বিবেচনা করেই ফ্লাইট পরিচালনা করছি।

বাংলাদেশে মালদিভিয়ান এয়ারলাইন্সের জেনারেল সেলস এজেন্ট টোটাল এয়ার সার্ভিস লিমিটেড। বর্তমানে সপ্তাহে ৩টি ফ্লাইট পরিচালনা করছে এয়ারলাইন্সটি।

বন্ধুপ্রতীম দুই দেশে শ্রমিকদের সহজ যাতায়াতকে গুরুত্ব দিয়ে  টোটাল এয়ার সার্ভিসের চেয়ারম্যান কেএম মুজিবুল হক বলেন, মালদিভিয়ান এয়ারলাইন্স যাত্রীদের  আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে সেবা দেয়। দুই দেশের পর্যটন শিল্পের প্রসারেও ভূমিকা রাখছে। ফ্লাইট সংখ্যা বাড়লে আরও বেশি মানুষের যাতায়াত সহজ হবে।

টোটাল এয়ার সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক মোরশেদুল আলম চাকলাদার বলেন, পর্যটন শিল্পের বিকাশে এয়ারলাইন্স গুরুত্বপূর্ণ অবদান রাখে। মালদ্বীপ, বাংলাদেশে পর্যটনে  মালদিভিয়ান এয়ারলাইন্স অবদান রাখছে।

অনুষ্ঠানে  টোটাল এয়ার সার্ভিসের ভাইস চেয়ারম্যান শেখ মামুন ও পরিচালক কাজি শাহ মুজাক্কের আহমাদুল হক উপস্থিত ছিলেন।07e4c29ac3158ad397df56ada4fb0c3c-5fd3477a66d82