মৃত পুলিশ সদস্যদের টাকা পাওয়ায় ভোগান্তি কমানোর আহ্বান আইজিপির

মৃত পুলিশ সদস্যদের সরকারি টাকা পাওয়ার ক্ষেত্রে ভোগান্তি কমানোর আহ্বান জানিয়েছেন আইজিপি ড. বেনজির আহমেদ। মঙ্গলবার (১ মার্চ) পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে রাজধানীর মিরপুর-১৪ নম্বরের পুলিশ স্টাফ কলেজ মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

টাকা প্রাপ্তিতে ভোগান্তির কথা তুলে ধরে আইজিপি বলেন, ‘কর্তব্যরত অবস্থায় মারা যাওয়া পুলিশ সদস্যদের সরকারি পাওনা ৮ লাখ টাকা পাওয়ার ক্ষেত্রে সম্প্রতি বেশ কিছু জটিলতা দেখা দিয়েছে। আগে যখন প্রত্যেক সদস্যকে পাঁচ লাখ টাকা দেওয়া হতো তখন এ টাকার বরাদ্দে স্বাক্ষর করার অথরিটি ছিলেন সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার (এসপি)। পরে যখন ৮ লাখ টাকা হয়েছে তখন অথরিটি হিসেবে জেলা প্রশাসককে দায়িত্ব দেওয়া হয়েছে। জেলা প্রশাসকরা বিভিন্ন দায়িত্বে থাকেন। এ জন্য অনেক পুলিশ সদস্যের টাকা পাওয়ার বিষয়টি বিলম্বিত হচ্ছে।’

তিনি বলেন, ‘জেলা প্রশাসকের কাছে থেকে অথরিটির বিষয়টি যদি সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের কাছে পুনরায় ন্যস্ত করা হয় তাহলে পুলিশ সদস্যদের টাকা পাওয়া অনেকটা সহজ হবে। গত বছর কর্তব্যরত অবস্থায়সহ বিভিন্ন কারণে মারা যাওয়া ৩৭৭ পুলিশ সদস্যের মধ্যে এখন পর্যন্ত ৭৯ জন টাকা পেয়েছেন। বাকিরা এখনও পাননি।’

এ বিষয়ে অনুষ্ঠানে উপস্থিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আখতার হোসেনের দৃষ্টি আকর্ষণ করে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বেনজীর আহমেদ।