রোমানিয়া থেকে আজ রাতে রওনা দেবেন ২৮ নাবিক

ইউক্রেনে ক্ষতিগ্রস্ত ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের ২৮ জন নাবিক মঙ্গলবার (৮ মার্চ) রাতে রোমানিয়া থেকে ঢাকার পথে রওনা দেবেন। টার্কিস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বুধবার (৯ মার্চ) তারা ঢাকায় পৌঁছাবেন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে গত  ২ মার্চ  ইউক্রেনের অলভিয়া বন্দরে অবস্থানরত জাহাজটি বোমার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। বোমার আঘাতে ওই জাহাজের নাবিক হাদিসুর রহমান আরিফ নিহত হন। পরে সরকারি উদ্যোগে জাহাজটির বাকি ২৮ জন নাবিককে  রোমানিয়ায় নিয়ে আসা হয়। সেখানে কয়েক দিন অবস্থানের পর আজ  রাতে তারা দেশের উদ্দেশে রওনা দেবেন।