‘রাষ্ট্রনায়ক’ বইয়ের মোড়ক উন্মোচন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ পুনর্গঠন পর্ব নিয়ে উদিসা ইসলামের বই রাষ্ট্রনায়কের মোড়ক উন্মোচন করা হলো মঙ্গলবার (৮ মার্চ)। অমর একুশে বইমেলায় বিশ্বসাহিত্য ভবনের প্যাভিলিয়নে বইটির মোড়ক উন্মোচন করেন ড. আতিউর রহমান।

মুজিববর্ষকে সামনে রেখে বাংলা ট্রিবিউন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন থেকে শুরু করে, দেশ পুনর্গঠনের প্রত্যেকটি সিদ্ধান্ত তুলে আনার পরিকল্পনা থেকে যে প্রতিবেদনগুলো প্রকাশিত হয় সেসবের সংকলন এই বইটি। ১৯৭২ থেকে ১৯৭৫ সালের প্রতিদিনের পত্রিকার পাতায় বঙ্গবন্ধুর কাজ,বক্তৃতা,কর্মসূচি যা-কিছু তুলে ধরা হয় সেগুলো পর্যালোচনার মধ্য দিয়ে প্রতিবেদন প্রস্তুত করা হয়।

বইটির মোড়ক উন্মোচন করেন ড. আতিউর রহমান

প্রকাশনা আয়োজনে ড. আতিউর রহমান বলেন, বইটি ইতিহাসের সাক্ষ্য বহন করছে। দালিলিক প্রমাণ হিসেবে এটি সংগ্রহে রাখার মতো বই। বইয়ের প্রতিবেদনগুলো ইতিহাসকে জানতে সহায়ক হবে।

বইটির পরিচিতি লিখেছেন সাংবাদিক আবেদ খান। উদ্দেশ্য ও ফ্ল্যাপ লিখেছেন বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল। প্রকাশক বিশ্বসাহিত্য ভবন।