২০৭১ সালের মধ্যে দেশকে ভূমিকম্প সহনীয় করা হবে: ত্রাণ প্রতিমন্ত্রী

২০৭১ সালের মধ্যে বাংলাদেশকে একটি ভূমিকম্প সহনীয় দেশে পরিণত করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

সোমবার (১৪মার্চ) দুপুরে  ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে 'দুর্যোগ, জলবায়ু এবং টেকসই' শীর্ষক জাতীয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন। সম্মেলনটি আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ।  

প্রতিমন্ত্রী বলেন, আমরা জাপানের জাইকার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছি। এই চুক্তি বাস্তবায়নের মাধ্যমে আমরা ২০৭১ সালের মধ্যে বাংলাদেশকে একটি ভূমিকম্প সহনীয় দেশে পরিণত করতে পারব। এ উদ্দেশ্যে ১০ রিখটার স্কেলের ভূমিকম্প সহনীয় হবে এমন অবকাঠামো নির্মাণ করতে হবে। এভাবেই আমরা বাংলাদেশকে ভূমিকম্প সহনীয় দেশে পরিণত করব। আমরা বিদ্যমান তাপমাত্রা কমাতে চাই। দুই ডিগ্রি তাপমাত্রা কমিয়ে আনতে পারলে পৃথিবীর তাপমাত্রা শীতল হবে। এবং পরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী ইতোমধ্যে ডেল্টা-প্ল্যান বা ব-দ্বীপ পরিকল্পনা হাতে নিয়েছে। বর্জ্য ব্যবস্থাপনা, নদী ভাঙন রোধসহ মোট ৬টি হটস্পট নিয়ে ডেল্টা- প্ল্যান হাতে নেওয়া হয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে আমাদের দেশে দুর্যোগ ব্যবস্থাপনা অনেক বেশি শক্তিশালী হবে বলে জানান তিনি।received_512729290371465

তিনি আরও বলেন, আমরা বিগত কয়েক বছরে বেশ কিছু ঘূর্ণিঝড় মোকাবিলা করেছি, সর্বশেষ করোনা নিয়ে ২০২০ সালে আম্পান মোকাবিলা করেছি। দলীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে এসব ঘূর্ণিঝড়ের সময় বিশাল সংখ্যক মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার সুযোগ হয়েছে। যে কারণে ঘূর্ণিঝড়ে মৃত্যু এখন শূন্যের কোঠায়। এবং বাংলাদেশ এখন একটি ঘূর্ণিঝড় সহনীয় দেশ।

দিনব্যাপী এই সম্মেলনে ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের (আইডিএমভিএস) পরিচালক ড. দিলারা জাহিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরিন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানের পর সন্ধ্যা পর্যন্ত ক্লাইমেট ক্রাইসিসের উপর একটা থিমেটিক সেশন হয়।