গোয়ালঘরে থাকা বৃদ্ধ মকবুল পেলেন নতুন ঘর

বরগুনার বেতাগী উপজেলার সদর ইউনিয়নের ঝিলবুনিয়া গ্রামের সহায়-সম্বলহীন মকবুল হাওলাদার (৭৫) ও তার মেয়ের জন্য নতুন পাকা ঘর তৈরি করে দেওয়া হয়েছে।

শুক্রবার (১৮ মার্চ) ঘরটি মকবুলের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জীশান মির্জা ও বরগুনার বেতাগী পৌরসভার মেয়র এবিএম গোলাম কবিরের উদ্যোগে পাকা ঘর তৈরি করে দেওয়া হয় মকবুলকে।

পুলিশ সদর দফতর গণমাধ্যম শাখার এআইজি মোহাম্মদ কামারুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ প্রসঙ্গে পুনাক সভানেত্রী জীশান মীর্জা বলেন, ‘বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির উদ্যোগে আমরা সব সময়ই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। গণমাধ্যমে খবর দেখে আমরা সিদ্ধান্ত নেই যে—পুনাকের উদ্যোগে আমরা ওই বৃদ্ধ ও তার মেয়ের পাশে দাঁড়াবো। আজ আমরা তাকে একটি ঘর করে দিতে সক্ষম হয়েছি।'

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সহায়-সম্বলহীন মকবুল হাওলাদারের (৭৫) বরগুনার বেতাগী উপজেলার সদর ইউনিয়নের ঝিলবুনিয়া গ্রামে। তার চার ছেলে, তারা ঢাকায় কাজ করেন। তারা কেউ বাবার খোঁজ-খবর রাখেন না। মকবুলের একমাত্র সহায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী মেয়ে। অসুস্থ শরীর নিয়ে লাঠির সাহায্যে মেয়ের কাঁধে ভর করে গ্রামে গ্রামে ভিক্ষা করেন মকবুল। গত বর্ষায় তার কুঁড়েঘরটি ভেঙে যায়। সেই থেকে মেয়ে নিয়ে তিনি ঠাঁই নেন প্রতিবেশী খালেক হাওলাদারের গোয়ালঘরে।

মকবুলের দুর্দশার এ খবর গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নজরে আসে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জীশান মীর্জার।

তিনি তাৎক্ষণিক মকবুলের পাশে দাঁড়ানোর, তাকে ঘর দেওয়ার সিদ্ধান্ত নেন। পরে সহযোগিতার হাত বাড়িয়ে দেন বেতাগী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতাগী পৌরসভার মেয়র এ বি এম গোলাম কবির। তিনি ঘর নির্মাণে আর্থিক সহায়তা প্রদান করেন।

IMG-20220318-WA0012