টিপুর শরীরে সাতটি ও প্রীতির শরীরে একটি গুলির চিহ্ন পাওয়া গেছে

দুর্বৃত্তের গুলিতে নিহত আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও বদরুন্নেসা কলেজের শিক্ষার্থী সামিয়া আফনান প্রীতির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৫ মার্চ) দুপুরের পর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে ফরেনসিক বিভাগের চিকিৎসকরা ময়নাতদন্ত সম্পন্ন করেন।

ময়নাতদন্ত শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে ময়নাতদন্তকারী কর্মকর্তাদের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

তবে ঢামেক মর্গ সূত্রে জানা গেছে, নিহত জাহিদুল ইসলাম টিপুর শরীরে সাতটি গুলি পাওয়া গেছে। আর সামিয়া আফরিন প্রীতির শরীরে লাগা একটি গুলি এক পাশ থেকে ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে গেছে।

ময়নাতদন্তের পর লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে মর্গ কর্তৃপক্ষ।

আরও পড়ুন:

দুর্বৃত্তের গুলিতে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সেক্রেটারিসহ নিহত ২

ঢাকায় গুলি করে আ.লীগ নেতা হত্যা: বেশ কিছু আলামত পেয়েছে র‌্যাব