‘আ.লীগ নেতা টিপুকে পাঁচ দিন আগে হত্যার নির্দেশ পায় খুনি’

মতিঝিল আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে হত্যার জন্য পাঁচ দিন আগে খুনিকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়। খুনের তিনদিন আগে আওয়ামী লীগ নেতার নাম ও ছবি দেওয়া হয় খুনিকে। এরপর দুই দিন টিপুকে অনুসরণ করে খুনি। দ্বিতীয় দিন সে গুলি করতে সফল হয়।

রবিবার (২৭ মার্চ) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) একেএম হাফিজ আক্তার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

তিনি বলেন, 'আওয়ামী লীগ নেতা টিপুকে খুন করতে পাঁচ দিন আগে খুনি মাসুম মোহাম্মদ আকাশের (৩৪) সঙ্গে একটি পক্ষ চুক্তি করে। তিনদিন আগে আকাশকে টিপুর নাম ও ছবি দেওয়া হয়।'

হাফিজ আক্তার বলেন, 'অভিযুক্ত আকাশ নিজেই গুলি করেছে। তার একজন সহযোগী ছিল। একটি নম্বরবিহীন মোটরসাইকেল যোগে তারা শাহজাহানপুর যায়। '

২৪ মার্চ হত্যার আগের দিন আকাশ ও তার সহযোগী টিপুর অফিস এলাকায় অবস্থান নিয়েছিল। তবে সেদিন সে সফল হয়নি।

হাফিজ আক্তার বলেন, 'আকাশ ঘটনার আগের দিন ২৩ মার্চ টিপুকে তার রেস্টুরেন্ট থেকে বাসায় যাওয়ার সড়কে অনুসরণ করে, গুলি করার প্রস্তুতিও নেয়, তবে লোকজন বেশি থাকায় সেদিন সে সফল হয়নি। ২৪ মার্চ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে আকাশকে ফোনে জানানো হয়, টিপু রেস্টুরেন্টে আছে। ফোন পেয়ে আকাশ দ্রুত ওই রেস্টুরেন্টের কাছে থেকে টিপুকে অনুসরণ করা শুরু করে।  টিপুর গাড়িটি শাহজাহানপুর রেল লাইনের আগে আমতলা সংলগ্ন রাস্তায় যানজটে আটকে যায়, এসময় টিপুকে গুলি করে আকাশ।'

আকাশ অস্ত্র এবং মোটরসাইকেল সবকিছুই অন্যের কাছ থেকে পেয়েছিল। হত্যাকাণ্ডের পর তাকে একটি গ্রুপ জয়পুরহাট দিয়ে আসে। সেখান থেকে সে বগুড়া যায় বলেও জানায় পুলিশ।