নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করে প্রজ্ঞাপন

দুর্নীতির দায়ে নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাসকে অপসারণ করা হয়েছে। বুধবার (৩০ মার্চ) তাকে তার পদ থেকে অপসারণ করে প্রজ্ঞাপন প্রকাশ করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখার উপসচিব মোহাম্মদ তানভীর আজম ছিদ্দিকী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, নড়াইল পৌরসভার সাবেক চেয়ারম্যান ও নড়াইল জেলা পরিষদের বর্তমান নির্বাচিত চেয়ারম্যান সোহরাব হোসেন  দুর্নীতি দমন প্রতিরোধ আইনের মামলায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন।

এ কারণে তিনি জেলা পরিষদ আইন, ২০০০- এর ধারা ১০ এর উপধারা (১) (গ) মোতাবেক তিনি ‘নৈতিক স্খলনজনিত অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায়’ তাকে তার পদ থেকে অপসারণ করা হলো বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

জেলা পরিষদ আইনের এই ধারায় বলা হয়েছে, ‘যদি চেয়ারম্যান বা পরিষদের কোনও সদস্য দুর্নীতি, অসদাচরণ বা নৈতিক স্খলনজনিত কোনও ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হন, তবে তিনি তার পদ থেকে অপসারণযোগ্য হবেন।’

সোহরাব হোসেন বিশ্বাস নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যানে দায়িত্ব গ্রহণ করেন ২০১৭ সালের ২৩ জানুয়ারি। গত ১৭ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় যশোর স্পেশাল জেলা জজ আদালত তাকেসহ মোট ১১ জনকে ৫ বছর করে সশ্রম কারাদণ্ড দেন ও জরিমানা করেন। ওই দিন আদালত তাকে কারাগারে পাঠান। বর্তমানে তিনি এ মামলায় জামিনে রয়েছেন।