২৭ মুদ্রণ প্রতিষ্ঠানকে অযোগ্য ঘোষণা এনসিটিবি’র

সময়মতো শতভাগ পাঠ্যবই সরবরাহে ব্যর্থ হওয়ায় ২৭টি মুদ্রণ প্রতিষ্ঠানকে দরপত্রে অংশ নেওয়ার অযোগ্য ঘোষণা করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড-এনসিটিবি। এছাড়া সতর্ক করা হয়েছে ৫টি মুদ্রণ প্রতিষ্ঠানকে। গত ১২ এপ্রিল জারি করা চিঠিতে এসব প্রতিষ্ঠানকে বিভিন্ন মেয়াদে দরপত্রে অংশগ্রহণে অযোগ্য ঘোষণা এবং সতর্ক করা হয়।

চিঠিতে বলা হয়, নির্ধারিত সময়ে কোমলমতি শিশুদের হাতে শতভাগ পাঠ্যবই পৌঁছে দেওয়া একটি রাষ্ট্রীয় অঙ্গীকার। কিন্তু সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নির্ধারিত সময়ে শতভাগ পাঠ্যবই সরবরাহ না করতে পারায় সরকারের একটি সফল কর্মসূচি ব্যাহত হয়েছে। 

দরপত্র গ্রহণে ৫ বছরের জন্য অযোগ্য ঘোষণা করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে— অক্ষর বিন্যাস প্রেস অ্যান্ড পাবলিকেশন্স, মনির প্রেস অ্যান্ড পাবলিকেশন্স, সেডানা প্রিন্টিং প্রেস অ্যান্ড পাবলিকেশন্স, আবুল প্রিন্টিং প্রেস, মেসার্স টাঙ্গাইল প্রিন্টার্স, হক প্রিন্টার্স, মেসার্স নাজমুন নাহার প্রেস, বনফুল আর্ট প্রেস, বুল বুল আর্ট প্রেস, শিক্ষা সেবা প্রিন্টার্স, পিবিএস প্রিন্টার্স, প্রেস লাইন লি., এইচআর প্রিন্টার্স অ্যান্ড পেপার সেলার, প্লাসিড প্রিন্টার্স অ্যান্ড প্যাকেজেস, আমাজান প্রিন্টিং প্রেস, উজ্জল প্রিন্টিং প্রেস, মহানগর অফসেট প্রিন্টিং প্রেস। এসব প্রতিষ্ঠান ২০২৩ সাল থেকে পরবর্তী ৫ বছরের জন্য এনসিটিবির দরপত্রে অংশগ্রহণ করতে পারবে না।

তিন বছরের জন্য দরপত্রে অংশগ্রহণে অযোগ্য ঘোষণা করা মুদ্রণ প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে— ইউসুফ প্রিন্টার্স এবং শরীফা প্রেস অ্যান্ড পাবলিকেশন্স।

দুই বছরের জন্য দরপত্রে অযোগ্য ঘোষিত প্রতিষ্ঠান হচ্ছে— জিতু অফসেট প্রেন্টিং প্রেস, ন্যাশনাল প্রিন্টিং প্রেস এবং ওয়েব টেক প্রিন্টার্স।

এক বছরের জন্য অযোগ্য ঘোষিত মুদ্রণ প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে— বাকো অফসেট প্রেস, দিগন্ত অফসেট প্রিন্টার্স, এবি কালার  প্রেস ও  মেসার্স প্রিন্ট প্লাস।

এছাড়া সতর্ক করে ৩০০ টাকা স্ট্যাম্পে অঙ্গীকারনামা দিতে বলা হয়েছে সোমা প্রিন্টিং প্রেস, রাব্বিল প্রিন্টিং প্রেস, মেরাজ প্রেস অ্যান্ড পাবলিকেশন্স, সমতা প্রেস এবং কাসেম অ্যান্ড রহমান প্রিন্টিং প্রেসকে।